বায়োস্কোপলাইভ ডট কমের সৌজন্যে অফিশিয়ালভাবে বাংলায় ডাবিং করা হয়েছে জনপ্রিয় অ্যানিমেশন মুভি “দি অ্যাডভেঞ্চার অব টিনটিন: সিক্রেট অফ দা ইউনিকর্ন” । একজন মুভি প্রমী হিসেবে এতে আমি কতটা খুশি হয়েছি তা বলার মত না। বাংলায় ডাবিংকৃত মুভিটির নাম ইংরেজীটার সাথে মিল রেখে রাখা হয়েছে “টিনটিন ও ইউনিকর্ণ রহস্য”।
কে এই টিনটিন?
'দুঃসাহসী টিনটিন' বেলজিয়াম শিল্পি জর্জ রেমি রচিত একটি কমিক সিরিজ। সিরিজটিতে টিনটিন পেশায় একজন বেলজীয় সাংবাদিক যার সার্বক্ষণিক সঙ্গি হল ওর পোষা কুকুর স্নোয়ি। ওদের দুজন মিলে বড় বড় রহস্য সমাধান নিয়েই কমিক সিরিজটি।
স্ক্রিনশটঃ
মুভি রিভিউঃ
টিনটিন ও তার পোষা কুকুর স্নোয়ি একদিন নীলক্ষেতের মোড়ে এক ভয়ংকর সুন্দর জাহাজের মডেল দেখে অভিভূত হয়ে যায়। সাথে সাথে কিনে ফেলে। কিন্তু সাথে সাথে আরো দুজন ঝাপিয়ে পড়ে সেই জাহাজ টিনটিনের কাছ থেকে কেনার জন্য। তার একজন ছিলেন ইভান সাখারিন। আজব ব্যাপার ঘটনা কী? কি আছে এই জাহাজে? টিনটিন গন্ধ পায় এক রহস্যের । স্নোয়ির দুষ্টামির কল্যাণে জাহাজটি পড়ে গিয়ে ভেঙে যায়। জাহাজের মডেলের ভিতর ছিল এক চিরকুট যার মধ্যে ছিল কিছু গোপন সংকেত। এরপর কয়েকদিন পর জাহাজটা যায় চুরি হয়ে। কিন্তু চোর জাহাজ পেলেও চিরকুট পায়নি। যেটা টিনটিন পেয়ে যায়। জাহাজটি নিশ্চয়ই সাখারিন সরিয়েছে। টিনটিন গোপনে ঢুকে সাখারিনের বাসায়। গিয়ে দেখে তার জাহাজকে। কিন্তু আসলে জাহাজটি সাখারিনেরই । আসলে জাহাজের মোট তিনটি মডেল আছে যে তিনটির চিরকুট মিলে এক গুপ্তধনের খোঁজ দেয়। কার গুপ্তধন হচ্ছে স্যার ফ্রান্সিস হ্যাডকের । যার সর্বশেষ বংশধর ক্যাপ্টেন হ্যাডক কে বন্দী করে রেখেছে সাখারিন। কীভাবে হ্যাডকের সাথে মিলে টিনটিন গুপ্তধনের রহস্য উদ্ধার করে সেটারাই কাহিনী চলতে থাকে।
এমন দারুণ দারুণ সব মুভি রিভিউ পেতে MRXBD.COM -এর সাথেই থাকুন।