আমাদের পিসিতে HDD এবং SSD এর মধ্যে অপারেটিং সিস্টেম, পার্সোনাল ডাটা, মুভি, অডিও এবং ভিডিও হোস্ট করে থাকি। আর এতে করে ড্রাইভে যে ডাটা রিড , রাইট হয়ে থাকে এতে করে পিসির ড্রাইভের পারফরর্মেন্স ধীরে ধীরে কমতে থাকে। আজ আমি আপনাদের সাথে যে উইন্ডোজ এপটি শেয়ার করব তার মাধ্যমে সহজেই এসএসডি বা এইচডিডির হেলথ চেক করতে পারবেন।
এপটিতে যে যে ফিচার রয়েছেঃ
- ড্রাইভের পারফর্মেন্স চেক করতে পারবেন
- ড্রাইভের হেলথ চেক করতে পারবেন
- ড্রাইভের টেমপারেচার চেক করতে পারবেন
- সর্বমোট ডাটা রিড/রাইট ব্রান্ডউইথ চেক করতে পারবেন
- ড্রাইভের অবশিষ্ট লাইফটাইম দেখতে পারবেন
- ড্রাইভের সকল ইনফরমেশন দেখতে পারবেন
Hdd Sentinel এর অফিশিয়াল সাইট থেকে এপটি ডাউনলোড করে নিন।
আমরা পোর্টেবল এডিশনটি ডাউনলোড করব এতে সেটাপ করার কোনো জামেলা নেই।
ডাউনলোড করা হয়ে গেলে .zip ফাইলটি এক্সট্রেট করুন Winrar অথবা উইন্ডোজের ডিফল্ট File Xplorer দিয়ে।
তারপর এক্সট্রেট করা ফোল্ডার থেকে HDSentinel.exe এপটি ওপেন করুন
তারপর ওপের করার পর কোনো পপআপ শো করলে সেখানে থাকা Close বাটনে ক্লিক করুন।
অবশেষে আপনি আপনার প্রয়োজনীয় সকল ইনফরমেশন দেখতে পারবেন।
টিউটোরিয়াল ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা যেন!