সোশাল মিডিয়ার ব্যবহার দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনিভাবে ম্যাসেজিং এপ ও তরুণ প্রজন্মের কাছে যোগাযোগের খুবই ভালো একটি মাধ্যম হিসেবে গড়ে উঠেছে। এখন ইন্টারনেট কানেকশনের মাধ্যমে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেন্জার ব্যবহার করে ইনসেন্টলি মেসেজ সেন্ড করা যায়।
আজকের টিউটোরিয়ালে আপনাদের শিখাবো কিভাবে মেসেন্জার অ্যাপের নোটিফিকেশন টিউন পরিবর্তন করা যায়।
তার আগে আপনাদের একটা গল্প শোনায়। আমার ফোন প্রায় সব সময় সাইলেন্ট করে রাখি। ঘরে- বাইরে, রাতে-দিনে, ২৪ ঘণ্টা ফোন সাইলেন্ট করে রাখি। কেউ কল দিলে ফোনে পায়না বাসা থেকে আব্বা আম্মা দিয়েই মাঝেমধ্যে পায়না। অবশেষে ফোন সাইলেন্ট রাখার একটা কারণ খুঁজে পেলাম। আর কারণটা হল মেসেঞ্জার এপের নোটিফিকেশন টোন (*পোকিং* না *ফা*ং* কোন একটা হবে)। টিউনটা এত বিরক্তিকর তাই শেষপর্যন্ত এর একটা সুরহা করলাম কাস্টম নোটিফিকেশন টিউন অ্যাড করে।
তো চলুন মূল কাজ শুরু করি। প্রথমে নিজের পছন্দের কোনো টিউন অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি আইফোনের টিউনটা ব্যাবহার করি (জোশ টিউন)।
ধাপ-১ঃ
ধাপ-২ঃ
এখন আমাদের একটা ফাইল ম্যানেজার এপ ডাউনলোড করতে হবে
ধাপ-৩ঃ প্রথমে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করুন। তারপর প্রোফাইল আইকনে ট্যাপ করুন
ধাপ-৪ঃ Preference থেকে "Notification & Sound" সিলেক্ট করুন
ধাপ-৫ঃ এখন স্ক্রিনশটে দেখানো নিয়ম অনু্যায়ী কাজ করুন। Customise notification > Sound> Complete action using > Es file explorer > Dowload Folder > Iphone notification.wav
এখন কেউ ম্যাসেজ করলেই দারুণ একটি টিউন শুনতে পারবেন। নিচে ডেমো ভিডিও দিয়ে দিলাম।
এই রকম আরো টিপস পেতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন। আশাকরি প্রতিদিন নতুন নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আল্লাহ হাফেজ।